একজন মেডিকেল টেকনোলজিস্ট থেকে ঘি উদ্যোক্তা: আমার গল্প
২০১৭ সাল। জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়। এসএসসি পরীক্ষার্থী আমি, স্বপ্ন ছিল ভালো কিছু করার। ভাগ্যের সহায়তায় সরকারি ঢাকা আইএইচটিতে সুযোগ পেলাম, যেখানে প্রতিবছর মাত্র ২৫ জন সুযোগ পায়। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি সেখানে নিজের জায়গা করে নিলাম।
পড়াশোনার সময় থেকেই টের পেলাম, শুধু চাকরি নয়, নিজের কিছু করার তাড়না আমার ভেতরে কাজ করছে। তাই ২০১৮ সাল থেকেই ব্যবসার পথে পা রাখি। পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে শুরু হলেও, স্বপ্নটা ছিল বড়।
প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করলাম, যবও হয়ে গেল। কিন্তু সেখানে যেই সেবা দিতাম, সেটাই কি আমার শেষ সীমা? আমি ভাবলাম, মানুষের উপকার করার আরও ভালো উপায় কী হতে পারে?
ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিলাম, এমন কিছু করব, যা মানুষের স্বাস্থ্য ও সুস্থতার জন্য উপকারী। শুরু করলাম খাঁটি ঘি নিয়ে কাজ। মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে স্বাস্থ্য নিয়ে আমার পড়াশোনা, আর এখন সেই জ্ঞান কাজে লাগিয়ে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি বিশুদ্ধ ও সেরা মানের ঘি।
একটা সময় আমি হাসপাতালের সেবা দিয়েছি, আর এখন দেশজুড়ে মানুষের ঘরে বিশুদ্ধতা পৌঁছে দিচ্ছি। আমার বিশ্বাস, ভালো কিছু করার জন্য শুধু একটা পেশাই যথেষ্ট নয়, দরকার মন থেকে মানুষের জন্য কাজ করার ইচ্ছে।
মাসুদ রানা
ঘি নিয়ে কাজ করছি পাইকারি ও খুচরা
সিরাজগঞ্জের ছেলে, থাকা হয় ঢাকাতে
khatiz
📞 01704692678
বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়